Skip to content
Nu Bangla
Menu
  • অনার্স ১ম বর্ষ
    • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
    • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
    • বাংলা কবিতা-১
    • বাংলা উপন্যাস-১
    • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
  • অনার্স ২য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-১
    • মধ্য যুগের কবিতা
    • বাংলা কবিতা-২
    • বাংলা নাটক-১
  • অনার্স ৩য় বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-২
    • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
    • বাংলা ছোটগল্প-১
    • ফোকলোরতত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
    • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
    • বাংলা প্রবন্ধ-১
    • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
    • বাংলা উপন্যাস-২
  • অনার্স ৪র্থ বর্ষ
    • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
    • বাংলা উপন্যাস-৩
    • বাংলা ছোটগল্প-১
    • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
    • অনুবাদে চিরায়িত সাহিত্য
    • বাংলা ছোটগল্প-২
    • বাংলা কবিতা-৩
    • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
    • মৌখিক
  • মাস্টার্স
    • বাংলা কবিতা
    • বাংলা উপন্যাস
    • বাংলা ছোটগল্প
    • বাংলা নাটক
    • বাংলা প্রবন্ধ
    • বাংলাদেশের সাহিত্য
    • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
    • মৌখিক
    • টামপেপার
    • এমফিল/পিএইচডি
    • সাজেশন্স
    • চাকরির প্রস্তুতি
    • প্রশ্ন ব্যাংক
Menu
দোভাষী পুঁথিসাহিত্য

দোভাষী পুঁথিসাহিত্য এর উদ্ভব ও বিকাশ । 221003

Posted on December 13, 2021 by admin

দোভাষী পুঁথিসাহিত্যের উদ্ভব ও বিকাশ। অথবা, (অষ্টাদশ শতাব্দীতে কবিওয়ালা ও শায়েরের উদ্ভবের কারণসমূহ নিরূপণ করে উভয় ধারার প্রধান প্রধান রচয়িতার পরিচয় দাও।)

অষ্টাদশ শতাব্দীতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবক্ষয়ের পটভূমিতে কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে। ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে মুঘলশক্তির পতন শুরু হয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজুদ্দৌলার পরাজয়ের ফলে ভারতবর্ষে মুসলিম শাসনের অবসান ঘটে, ইংরেজরা পরোক্ষভাবে শাসন ক্ষমতা গ্রহণ করে। আঠার শতকের প্রথম পঞ্চাশ বছর কালান্তর চলছিল। কালান্তরের যুগে সাহিত্য-সাংস্কৃতিতে উন্নতির লক্ষণ প্রকাশ পায়নি, বরং ভাব-ভাষা-রীতি-রুচির দিক দিয়ে আরও অবনতি ঘটে। শাসক শ্রেণির দুর্বলতা, নেতৃত্বশূন্যতার ফলে সমাজে নৈরাজ্য, নীতিহীনতা স্বৈচ্ছাচার বৃদ্ধি পায়। এমন সামাজিক অবস্থায় মহৎসাহিত্য রচিত হয় না, পূর্বের ধারা রস – রুচি-আদর্শের দিক দিয়ে ক্ষয়প্রাপ্ত হয়। এমন পরিস্থিতিতে হিন্দুসমাজে কবিগান এবং মুসলমান সমাজে পুঁথিসাহিত্যের সূত্রপাত ঘটে। হিন্দু সমাজে কবিগানের প্রসার ঘটেছিল আর মুসলমান সমাজে শায়েররা অলৌকিকতায়পূর্ণ দোভাষী পুঁথিসাহিত্য রচনা করেন। নিম্নে কবিওয়ালা শায়েরদের রচিত সাহিত্য ধারার পরিচয় তুলে ধরা হলো :

কবিওয়ালা সাহিত্যধারা :
‘কবি’ শব্দের সাথে বৃত্তিবাচক ‘ওয়ালা’ প্রত্যয় যোগে ‘কবিওয়ালা’ শব্দের উৎপত্তি। যারা কবিতাকে জীবিকার উপায় হিসেবে গ্রহণ করেন তারাই কবিওয়ালা। জনতার আসরে তাৎক্ষণিকভাবে সুর – ছন্দ যোগে কবিতা রচনা করে গানের মাধ্যমে পরিবেশন করা হয়। কবিগণ জনতাকে তুষ্ট করেন, বিনিময়ে তাদের কাছ থেকে অর্থ পান। বাংলা সাহিত্যের অঙ্গনে এ এক অভিনব কাব্যনুশীলন। এ গান সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন :

ইংরেজের নতুনসৃষ্ট রাজধানীতে পুরাতন রাজসভা ছিল না, পুরাতন আদর্শ ছিল না। তখন কবির আশ্রয়দাতা রাজা হইল সর্বসাধারণ নামক এক অপরিণত স্থুলায়তন ব্যক্তি, এবং সেই হঠাৎ রাজার সভার উপযুক্ত গান হইল কবির দলের গান। জনতাই কবিগানের পৃষ্ঠপোষক ও রস – আনন্দভোগী। এতে লিখিত সাহিত্যের সৃজনশীলতা ও শিল্পসুষমা থাকতে পারে না। কথার চটক আর অলংকারের চাতুর্য দ্বারা গানকে মনোমুগ্ধকর ও শ্রুতি সুখকর করে তোলার দিকে কবিগণ জোর দেন। কবিওয়ালা গানের মুখ্য বিষয়বস্তু রাধাকৃষ্ণের লোকিক প্রেম। এছাড়া হরগৌরী ও রামগীতার লীলা এ গানের বিষয়বস্তু হয়েছে।

আঠার শতকে এ ধারার প্রধান কবি ছিলেন গোজণা গুঁই, রাম বসু (১৭৩৪ – ১৮০৫), নৃসিংহ (১৭৩৮ – ১৮০২) হরু ঠাকুর (১৭৩৮ – ১৮২২), নিতাই বৈরাগী (১৭৪৭ – ১৮২১), নিধুগুপ্ত (১৭৫৫ – ১৮৫২), কালী মির্জা (১৭৫০ – ১৮২৫) প্রমুখ। এঁরা সবাই স্বভাব কবি ছিলেন। কবিগান, দাঁড়া কবিগান, আখড়াই, হাফ – আখড়াই, খেউড় টপপা, তরজা ইত্যাদি ধারায় কবিওয়ালা গান রচিত হয়। হরু ঠাকুর ‘কবির লড়াই’ -এ অংশগ্রহণ করতেন, প্রতিদ্বন্দ্বী ছিলেন রাম বসু ও কেষ্টামুর্চি। নিতাই বৈরাগীর ভাষা সহজ, প্রকাশভঙ্গি ছিল অনায়াস ও অনর্গল। নিধুগুপ্ত টপ্পা গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। টপ্পা আদিরসাত্মক প্রণয়গীতি। তিনি খেউড় ও হাফ – আখড়াই রচনা করতেন। কবিওয়ালা গানের জন্মভূমি কলকাতার শহর পরে তা গ্রামেও জড়িয়ে পড়ে। প্রথমে হিন্দু কবির পরে মুসলমান কবির আবির্ভাব হয়। ক্ষয়িষ্ণু সমাজের প্রথম লক্ষণ অশ্লীলতা ও নীতিহীনতা – কবিওয়ালা গানের ভাবে, রসে, ভাষায় ভঙ্গিতে ব্যতিক্রম ছাড়া এই বৈশিষ্ট্য পুরোমাত্রায় বিদ্যমান ছিল।

শায়েরের পরিচয় :
অষ্টাদশ শতাব্দীর অবক্ষয়ের যুগে হিন্দু কবিগণ যখন কবিগান, তর্জা, পাঁচালী প্রভৃতি রীতির কাব্য রচনায় ব্যাপৃত ছিলেন, সেই সময় বাঙালি মুসলমান কবি তথা শায়েরগণ এক ভিন্ন ধরনের কাব্য রচনায় নিযুক্ত ছিলেন। তাঁরা ফারসি-উর্দু মিশ্রিত দোভাষী রীতিতে সাহিত্য রচনা করেছিলেন। এ সাহিত্য দোভাষী পুথিসাহিত্য নামে পরিচিত। শায়েরী সাহিত্যকে বিষয়ানুসারে চারটি ধারায় ভাগ করা যায় ।

১. প্রণয়োপাখ্যান জাতীয়
২. যুদ্ধ সম্পর্কিত – যথা জঙ্গনামা, সোনাভান, আমীর হামজা প্রভৃতি।
৩. পীরের পাঁচালী – যেমন : সত্যপীরের পুথি, কাজী কালু , চম্পাবতী প্রভৃতি।
৪. ইসলাম বিষয়ক – যেমন : নবীবংশ, কাসাসুল আম্বিয়া, হাজার মশলা প্রভৃতি।

এই ধারার প্রথম কবির মর্যাদা দেওয়া যায় ‘রায়মঙ্গল’ রচয়িতা কৃষ্ণরাম দাসকে। এ ধারার কবির সংখ্যা ২৫০ -এর অধিক, কাব্যের সংখ্যা কয়েক শত বলে অনুমান করা হয়। এই পুঁথিগুলি প্রধান ভাবে ‘বটতলার পুঁথিনামে পরিচিত। এ সাহিত্যের শ্রেষ্ঠ কবি শাহ গরীবুল্লাহ। তাঁর রচিত – ‘ইউসুফ – জোলেখাঁ, ‘আমীর হামজা’, ‘জঙ্গনামা’, ‘সোনাভান’ এবং ‘সত্যপীরের পুঁথিতে’ শায়েরী সাহিত্যের চারটি ধারারই পরিচয় পাওয়া যায়। এ সাহিত্যের অন্যতম কবি সৈয়দ হামজা, তাঁর রচিত প্রথম কাব্য ‘মধুমালতী’। এছাড়া তিনি গরীবুল্লাহর ‘আমীর হামজা’ কাব্যটি সমাপ্ত করেন। তিনি ‘জৈগুনের পুঁথি’ ও ‘হাতেম তাই’ নামক গ্রন্থ রচনা করেন। উনিশশতকেও এই পুঁথিসাহিত্যের ধারা প্রবহমান ছিল। এ সময় মুহম্মদ দানেশ রচনা করেন ‘চাহার দরবেশ’ ‘হাতেম তাই’ প্রভৃতি পুথি । পরবর্তীতে এ সাহিত্যের ধারা শুকিয়ে গেছে। প্রধানত প্রতিভাবান কবির অভাব, ইংরেজি সাহিত্যের প্রভাবে নতুন সাহিত্যের উদ্ভব, জীবন ও জগৎ সম্পর্কে অনুসন্ধিৎসার অভাবে এ সাহিত্য ধারা দূর্বল থেকে দূর্বলতর হয়েছে।

উপসংহারে বলব, যুগ ও জীবন বাস্তবতার কারণেই কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে। উভয় ধারার সাহিত্যেই শিল্পমানে দূর্বল। তবে ঐতিহাসিক কারণে এগুলো গুরুত্ববহ। বাংলা সাহিত্যের ইতিহাসের ধারাবাহিকতা পর্যালোচনায় এ সাহিত্যের মূল্য রয়েছে। ভারতচন্দ্রের মৃত্যু এবং ঈশ্বরগুপ্তের আবির্ভাব -এই মধ্যবর্তী সময়ের শুন্যতা কবিওয়ালা ও শায়েরের মাধ্যমেই পূরণ হয়েছে। বাংলা সাহিত্যে উভয় ধারায় সাহিত্যের গুরুত্ব অপরিসীম।

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ।

Post Views: 163

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মানিক বন্দ্যোপাধ্যায়ের  ছোটগল্পে আঙ্গিকে ফ্রয়েডীয় চিন্তার স্বরূপ
  • টার্ম পেপার-3 রোমান্সধর্মী উপন্যাস হিসেবে কপালক্ণ্ডুলার সার্থকতা আলোচনা কর’
  • ত্রিশোত্তর কালের কবি জীবনানন্দ দাশের কাব্য প্রতিভার স্বরপ বিশ্লেষণ। টার্ম পেপার-2
  • গেছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ!
  • কাজী নজরুল ইসলামের প্রবন্ধ রাজবন্দীর জবানবন্দী

Most Viewed Posts

  • রোমান্টিক উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা এর সার্থকতা আলোচনা কর । 211003 (519)
  • কপালকুণ্ডলা উপন্যাসের অবলম্বনে নবকুমার চরিত্রটি আলোচনা কর। 241003 (423)
  • SSC Result 2022 with Marksheet – All Education Boards (421)
  • চর্যাপদ এর সমাজচিত্র আলোচনা কর। 231001 (398)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সিলেবাস-2022 (395)
  • আলাওলের পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও। 221003 (372)
  • বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্রটি বিশ্লেষণ কর। 22100 (369)
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ডাইনি গল্পের বিষয়বস্তু আলোচনা কর।Nu Bangla 231005 (356)
  • গীতিকবিতার সংজ্ঞাসহ এর বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা কর। (347)
  • কাহিনিকাব্য হিসেবে নকশী কাঁথার মাঠ কাব্যের সার্থকতা আলোচনা কর। (345)

Archives

  • December 2025 (3)
  • November 2025 (1)
  • September 2025 (6)
  • May 2025 (2)
  • March 2025 (1)
  • November 2022 (1)
  • September 2022 (2)
  • June 2022 (5)
  • March 2022 (1)
  • February 2022 (10)
  • January 2022 (40)
  • December 2021 (86)

Categories

  • Uncategorized
  • অনান্য
  • অনার্স ১ম বর্ষ
  • অনার্স ২য় বর্ষ
  • অনার্স ৩য় বর্ষ
  • অনার্স ৪র্থ বর্ষ
  • অনুবাদে চিরায়িত সাহিত্য
  • এমফিল/পিএইচডি
  • চাকরির প্রস্তুতি
  • টামপেপার
  • ট্রামপেপার
  • ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
  • পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের সমালোচনা পদ্ধতি
  • পিএইডি
  • প্রশ্ন ব্যাংক
  • প্রাচীন ও মধ্যযুগের কবিতা
  • বাংলা উপন্যাস
  • বাংলা উপন্যাস-১
  • বাংলা উপন্যাস-২
  • বাংলা উপন্যাস-৩
  • বাংলা কবিতা
  • বাংলা কবিতা-১
  • বাংলা কবিতা-২
  • বাংলা ছোটগল্প
  • বাংলা ছোটগল্প-১
  • বাংলা ছোটগল্প-২
  • বাংলা নাটক
  • বাংলা নাটক-১
  • বাংলা প্রবন্ধ
  • বাংলা প্রবন্ধ-১
  • বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
  • বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য
  • বাংলা সাহিত্যের ইতিহাস-১
  • বাংলা সাহিত্যের ইতিহাস-২
  • বাংলা সাহিত্যের ইতিহাস-৩
  • বাংলাদেশ, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
  • বাংলাদেশের সাহিত্য
  • ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
  • মধ্য যুগের কবিতা
  • মাস্টার্স
  • রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ, অলংকার
  • সাজেশন্স
  • সিলেবাস
  • স্বাধীন বাংলার অভূদয়ের ইতিহাস
© 2025 Nu Bangla | Powered by Superbs Personal Blog theme