আবুল হাসান এর কবিতার স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা কর। অথবা, কাব্যবৈশিষ্ট্য/স্বদেশভাবনা/স্বদেশপ্রেম/মুক্তিযুদ্ধ/ভাষা আন্দোলন/কাব্যভাবনা/যন্ত্রণাদগ্ধ কবি/আধুনিক কাব্যধারায় অবদান। আবুল হাসান (১৯৪৭-১৯৭৫) ষাটের দশকের একজন গুরুত্বপূর্ণ কবিব্যক্তিত্ব ও শিল্প¯্রষ্টা। পেশাগত দিক থেকে বেশ কিছু সময় সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। সঙ্গে সঙ্গে সাহিত্যও চর্চা করতেন। তবে তাঁর সাহিত্য চর্চাকালীন সময় দীর্ঘ নয়। ‘রাজা যায় রাজা আসে’ (১৯৭২) কাব্যগ্রন্থের মধ্য দিয়ে…

