বাংলা বিভাগ অর্নাস তৃতীয় বর্ষ সিলেবাস

অর্নাস তৃতীয়
বাংলা বিভাগ অর্নাস তৃতীয় বর্ষ সিলেবাস-2020-21

জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলা বিভাগ
অর্নাস তৃতীয় বর্ষ সিলেবাস

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিনে যে সকল কলেজে বাংলা অর্নাস কোর্স  চালু আছে কোর্সটি 2009-10 শিক্ষাবর্ষ  থেকে চালু হয়েছে । এর মান বন্টন পদ্ধতি সিজিপিএ 4.00 এর মধ্যে । তৃতীয় বর্ষে বাংলা আটটি কোর্স  পড়ানো হয় । মোট 800 নম্বরের আটটি কোর্স  পড়ানো হয়ে থাকে ।  তবে এর মধ্যে প্রতি বিষয়ে 20 নম্বরের ইনকোর্স  পরীক্ষা যা নিজ কলেজ নিয়ে থাকে এবং বাকি 80 নম্বর পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে । নিচে সাতটি বিষয়ের নামরে তালিকা ক্রমানুসারে দেওয়া হলো :

১. বাংলা সাহিত্যের ইতিহাস-2 ( History of Bengali Language 2) কোড : 231001

আধুনিক যুগ (1801-1947)

২. প্রাচীন ও মধ্যযুগের কবিতা। (Poetry of Anciant and Medieval Age ) কোড : 231003

(ক) চর্যাপদ- মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত। (নির্বাচিতপদ ১০টি: 1,2,5,6,7,10,18,28,33,49) ( মোট নম্বর 30) এই অংশ থেকে ।

খ) শ্রীকৃষ্ণকীর্তন : বড়ুচণ্ডীদাস । ( মোট নম্বর 30) এই অংশ থেকে ।

(গ) বৈষ্ণবপদ : মুহম্মদ আবদুল হাই ও আহম্মদ শরীফ সম্পাদিত মধ্যযুগের বাংলা গীতিকবিতা গ্রন্থের নির্বাচিত  বিশটি পদ : 4,15,24,52,57,61,83,91,114,124,150, 165,188,190,249,271,286,290,291,308 ( মোট নম্বর 30) এই অংশ থেকে ।

(ঘ) বাউলপদ : মুহম্মদ আবদুল হাই ও আহম্মদ শরীফ সম্পাদিত মধ্যযুগের বাংলা গীতিকবিতা গ্রন্থের নির্বাচিত  পদ সাতটি : 3,4,5,12,13,38,50 ( মোট নম্বর 10) এই অংশ থেকে ।

৩। বাংলা ছোটগল্প – ১ ( Bangla Short Story – 1) কোড : 231005

ক)  রবীন্দ্রনাথ ঠাকুর : একরাত্রি,মধ্যবর্তিনী,শাস্তি,সমাপ্তি,অতিথি, ক্ষুধিত পাষাণ, স্ত্রীর পত্র, সমস্যাপূরণ ।

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় : রসকলি, জলসাঘর, নারী ও নাগীনী, তারিণী মাঝি, পদ্মবউ, অগ্রদানী, ডাইনী, মাটি ।

গ) বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায় : মানুষের মন, নিমগাছ, মানুষ, তাজমহল, গণেস-জননী, অর্জুন মণ্ডল, পাঠকের মৃত্যু ।

ঘ) হাসান আজিজুল হক: আত্মজা ও একটি করবী গাছ, আমৃত্যু আজীবন, জীবন ঘষে আগুন, সম্মেলন, শকুন, খাঁচা, শাণিত সেতু, বিধবাদের কথা।

৪। ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। ( Theory of Folklor and Bangla Folk Literature ) কোড : 231007

(ক) ফোকলোর বিষয়কতত্ব ও মতাবাদ (40নম্বর )
(খ)  বাংলা লোকসাহিত্য (60 নম্বর)

1. মৈমনসিংহ গীতিকা : মহুয়া, দেওয়ান মদিনা ।

2. রূপকথা : ঠাকুরমার ঝুলি

3. লোকছড়া : রবীন্দ্রনাথ

4. ডাক ও খনার বচন

৫। রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ। ( Literary forms, Literary principless ( Theory Rasa ) Ornamentation, Rhythm )কোড : 231009

৬। বাংলা প্রবন্ধ – ১ ( Bangla Prose – 1 ) কোড : 231011

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : বাবু, গর্দ্দভ,গীতিকাব্য, বিদ্যাপতি ও জয়দেব, জ্ঞান, চিত্তশুদ্ধি, বাঙ্গালা ভাষা,মনুষ্যত্ব কী ?

খ) রবীন্দ্রনাথ ঠাকুর : সৌন্দর্য-সম্বদ্ধ, কেকাধ্বনি, শ্রাবণসন্ধা, মেঘদূত, সাহিত্য, স্বদেশী সমাজ, শিক্ষার মিলন, সভ্যতার সংকট।

গ) কাজী নজরুল ইসলাম : রাজবন্দীর জবানবন্দী, আর যদি বাঁশি না বাজে, ধূমকেতুর পথ, মন্দির ও মসজিদ, বাঙালির বাংলা, রুদ্রমঙ্গল, নবযুগ, বর্তমান, বিশ্ব সাহিত্য ।

ঘ) কাজী আবদুল ওদুদ : কালিদাস ও রবীন্দ্রনাথ, রস ও ব্যক্তিত্ব, সংস্কৃতির কথা, নজরুল ইসলাম, গ্যেটে, বাঙালার জাগরণ, কোরআনের আল্লাহ্, সম্মোহিত মুসলিম ।

৭ । বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য। ( Bangla Comedy and Literature of Traveling ) কোড : 231013

(ক) কমলাকান্ত : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) আয়না : আবুল মনসুর আহমেদ
(গ) ইউরোপ প্রবাসীর পত্র: রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দেশে বিদেশে : সৈয়দ মুজতবা আলী

 

৭। বাংলা উপন্যাস – ২ ( Bangla Novel – 2 ) কোড : 231015

(ক) গৃহদাহ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) পথের পাঁচালী-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
(গ) পুতুলনাচের ইতিকথা-মানিক বন্দোপাধ্যায়
(ঘ) সংশপ্তক-শহীদুল্লাহ কায়সার

 

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *