বাংলা বিভাগ অর্নাস দ্বিতীয় বর্ষ সিলেবাস-2020-21

সিলেবাস
বাংলা বিভাগ অর্নাস দ্বিতীয় বর্ষ সিলেবাস-2020-21

জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলা বিভাগ
অর্নাস দ্বিতীয় বর্ষ সিলেবাস

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিনে যে সকল কলেজে বাংলা অর্নাস কোর্স  চালু আছে কোর্সটি 2009-10 শিক্ষাবর্ষ  থেকে চালু হয়েছে । এর মান বন্টন পদ্ধতি সিজিপিএ 4.00 এর মধ্যে ।  দ্বিতীয় বর্ষে বাংলা চারটি একটি নন মেজর  দুটি এবং ইংরেজি (আবশ্যিক) সহ মোট 700 নম্বরের সাতটি কোর্স  পড়ানো হয়ে থাকে । মোট নম্বর 700 । তবে এর মধ্যে প্রতি বিষয়ে 20 নম্বরের ইনকোর্স  পরীক্ষা যা নিজ কলেজ নিয়ে থাকে এবং বাকি 80 নম্বর পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে । নিচে সাতটি বিষয়ের নামরে তালিকা ক্রমানুসারে দেওয়া হলো :

১. বাংলা সাহিত্যের ইতিহাস-১ ( History of Bengali Language ) কোড : 221001

প্রাচীন ও মধ্যযুগ (650-1800)

২. মধ্যযুগের কবিতা। ( Poetry of Medieval Age ) কোড : 221003

(ক) চণ্ডীমঙ্গল (কালকেতু উপাখ্যান) – মুকুন্দরাম চক্রবর্তী
(খ) অন্নদামঙ্গল-(মানসিংহ ভনানন্দ উপখ্যান) ভারত চন্দ্র রায় গুনাকর।
(গ) লাইলী-মজনু- দৌলত উজির বাহামার খান।
(ঘ) পদ্মাবতী-আলাওল।

৩। বাংলা কবিতা – ২ ( Bengali Poetry – 2 ) কোড : 221005

ক) মেষনাদবধ কাব্য-মাইকেল মধুসূদন দত্ত।

(খ) সোনার তরী, কল্পনা, ক্ষণিকা-রবীন্দ্রনাথ ঠাকুর।

৪। বাংলা নাটক – ১ ( Bengali Drama – 1 ) কোড : 221007

(ক) কৃষ্ণকুমারী-মাইকেল মধুসূদন দত্ত।
(খ) নীলদর্পণ-দীনবন্ধু মিত্র।
(গ) বিসর্জন-রবীন্দ্রনাথ ঠাকুর।
(ঘ) সিরাজউদ্দৌলা-সিকানদার আবু জাফর।

৫। বাংলাদেশের সমাজবিজ্ঞান। ( Sociology of Bangladesh ) কোড : 222009

অথবা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। ( Bangladesh Society and Culture ) কোড : 222115

৬। রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রেরর রাজনৈতিক ব্যবস্থা। ( Political Organization and the Political System of UK and USA ) কোড : 221909

৭ । ইংরেজি English (Compulsory) কোড : 221109

 

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ।

About সালেক শিবলু

বিএ অনার্স, এমএ (প্রথম শ্রেণি) এমফিল গবেষক, বাংলা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

View all posts by সালেক শিবলু