মঙ্গলকাব্য কী? মধ্যযুগের মঙ্গলকাব্যের ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।

মঙ্গলকাব্যের ধারা

মঙ্গলকাব্য কী? মধ্যযুগের মঙ্গলকাব্যের ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।

মঙ্গলকাব্য মধ্যযুগের বাংলা সাাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ও প্রধান ধারা। দেব দেবীর মাহাত্ম্যলীলা ও পুজা প্রচারের কাাহিনি এতে স্থান পেয়েছে। মঙ্গল শব্দটির সাথে শুভ ও কল্যাণের বিষয়টি জড়িত রয়েছে। বৈশিষ্ট্যের বিচারে মঙ্গল কাব্যগুলোকে পৌরাাণিক ও লৌকিক-এই দুই শ্রেণিতে বিভক্ত করা যায়। প্রশ্নানুসারে মঙ্গলকাব্য ধারার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল :

মনসামঙ্গল কাব্য : মঙ্গলকাব্যের মধ্যে ‘মনসামঙ্গল’ সবচেয়ে প্রাচীন কাব্য। মনসামঙ্গল কাব্যের অধিষ্ঠাত্রী দেবীর নাম মনসা বা কেতকী। তাই এ কাব্যকে মনসামঙ্গল কাব্য বলে। এ কাব্যকে পদ্মপুরাণও বলা হয়। এ কাব্যের প্রধান প্রধান কবি হলেন-দ্বিজ বংশীদাস, কেতকাদাস, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই ও বিজয়গুপ্ত। এ কাব্যের আাদি কবির নাম কানাহরিদত্ত। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্য পদ্মপুরাণ নামে ১৩০৩ খ্রিস্টাব্দে প্রথম ছাপার অক্ষরে প্রকাাশিত হয়। এ কাব্যটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। কবি বিপ্রদাস পিপিলাই রচিত ‘মনসামঙ্গল’ কাব্যের নাম ‘মনসাাবিজয়’। কাব্যের কাাহিনি নির্মাণ ও চরিত্র চিত্রণে বিপ্রদাস বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ‘মনসামঙ্গল’ কাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র হলো মনসা, চাঁদ সওদাগর, মা সনকা, বেহুলা ও লখিন্দর।

চণ্ডীমঙ্গল কাব্য : দেবী চণ্ডীকে নিয়ে ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কাহিনি গড়ে উঠেছে। এ কাব্যে দেবী চণ্ডীর পুজা প্রচারের পাশাপাাশি কালকেতু ফুল্লরার জীবনের উত্থান ও সুখ-দুঃখের কাাহিনি ফুটে উঠেছে। চণ্ডীমঙ্গল কাব্যের কাাহিনি দুই খণ্ডে বিভক্ত। একটি আক্ষেটিক খণ্ড, অর্থাৎ ব্যাধ কালকেতুর গল্প, আরেকটি বণিক খণ্ড অর্থাৎ ধনপতির গল্প। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণ হলেন-মাানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দ্ররাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিণাম, জয়নারায়ণসেন প্রমুখ। কাাহিনি নির্মাণ, চরিত্র চিত্রণ ও ভাষা বর্ণনায় কবি মুকুন্দ্ররাম চক্রবর্তী বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এ কাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র হলো কালকেতু, ফুললরা, পুষ্পকেতু, সঞ্জয়কেতু, ভাড়–দত্ত, মুরারীশীল পোতদ্দার ইত্যাাদি। ভাড়–দত্ত এ কাব্যের সবচেয়ে জীবন্ত ও প্রাণবন্ত চরিত্র। এ রকম চরিত্র মঙ্গলকাব্যে খুব কম আছে।

ধর্মমঙ্গল কাব্য : ধর্মমঙ্গল কাব্যে ধর্মঠাকুর নামে এক লৌকিক দেবতার পুজা প্রচারের কাাহিনি স্থান পেয়েছে। ডোম জাতীয় লোকেরা এ ঠাকুরের পুজা করে। ধর্মমঙ্গল কাব্যের দুটি কাাহিনি আছে। একটি রাজা হরিশচন্দ্রের কাাহিনি, আরেকটি রাজা লাউসেনের কাাহিনি। এ কাব্যের আাদি কবি ময়ুর ভট্ট। শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী।
দুর্গামঙ্গল কাব্য : চণ্ডীদেবীর কাাহিনির কথাই দুর্গামঙ্গল ভবানীমঙ্গল কাব্যে বিধৃত হয়েছে। এ কাব্যের উল্লেখযোগ্য কবি হলেন-দ্বিজকমল, লোচন ও ভবানীপ্রসাদ রায়।

কাালিকামঙ্গল কাব্য : কাালিকা দেবীর মহিমার কথা এ কাব্যে স্থান পেয়েছে। নামে কাালিকামঙ্গল হলেও এ কাব্যে বিদ্যা ও সুন্দরের রোমাান্টিক প্রেমের কাাহিনি অধিক গুরুত্ব পেয়েছে। কাালিকামঙ্গল কাব্যের কবিরা হলেন-সাবাারিদ খাঁ, কৃষ্ণরাম দাস, বলরাম চক্রবর্তী ও ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর এ কাব্যের শ্রেষ্ঠ কবি। তাঁর কাব্যের নাম ‘অন্নদামঙ্গল’ কাব্য। অন্নদামঙ্গল কাব্য বাংলা সাাহিত্যের সর্বশেষ মঙ্গলকাব্য। এরপরে আর কোন মঙ্গলকাব্য রচিত হয় নি। কবি ভারতচন্দ্র এ কাব্য রচনার কারণে বাংলা সাাহিত্যে অমর হয়ে আছেন। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে রায়গুণাকর উপাাধি পেয়েছেন। ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ এ কাব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। স¤্রাট জাহাঙ্গীর, প্রতাপদিত্য, সেনাপতি মানসিংহ, ভবানন্দ মজুমদার, চন্দ্রমুখী, পদ্মমুখী এ কাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র। এভাবে বিভিন্ন কবির হাতে অনেক কাব্য রচিত হয়েছে এবং মঙ্গলকাব্যের ধারা সমৃদ্ধ হয়েছে।

ধর্মীয় বাতাবরণে দেবদেবীর মাহাত্ম্যকীর্তন এ সব কাব্যের প্রধান বৈশিষ্ট্য হলেও এতে স্থান পেয়েছে মানবজীবন ও সমাজের নিত্য দিনের অনেক খুঁটিনাাটি চিত্র। মুকুন্দ্ররাম চক্রবর্তী ও ভারতচন্দ্রের মত শক্তিমান লেখকেরা মঙ্গলকাব্যের ধারাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এদের কবি প্রতিভার গুণে আমরা মঙ্গলকাব্যের মধ্যে পেয়েছি চাঁদ সওদাগর, কালকেতু, ফুল্লরা,ও ভাড়–দত্ত প্রভৃতির মত জীবন্ত মানবচরিত্র। সবদিক বিচারে মঙ্গলকাব্যগুলো অতুলনীয় ও মধ্যযুগের বাংলা সাাহিত্যের গুরুত্বপূর্ণ শাখা।

সালেক শিবলু, এমফিল গবেষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

About সালেক শিবলু

বিএ অনার্স, এমএ (প্রথম শ্রেণি) এমফিল গবেষক, বাংলা বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

View all posts by সালেক শিবলু